গতকাল বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোটে আবুল কালাম আজাদের এ বছরেই দূর্নীতিবাজ ভোট চোর সরকারের বিদায় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের গণমানুষের নেতা তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে সারা দেশের মানুষ যে ভাবে এশাতাবদ্ধ হয়েছেন তাতে আগিমী নির্বাচনের আগেই এই ভোট চোর সরকারের বিদায় ঘটবে ইনশাআল্লাহ।
গতকাল তিনি বিদ্যুৎ, গ্যাস এবং নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্যেও উর্ধগতি এবং সরকারের সীমাহীন লুটপাটের প্রতিবাদে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন। তিনি আরো বলেন, এই স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনী গত রাতে সারা নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদেওবাড়ি বাড়ি গিয়ে তান্ডব চালিয়েছে। আমাদেও দলের জেলা আহবায়ক আলহাজ¦ মুহম্মদ গিয়াস উদ্দিনের বাসায়ও মধ্য রাতে অভিযানের নামে তান্ডব চালানো হয়েছে।
তার বাড়ির সিসি ক্যামেরা বাংচুর করা হয়েছে। কিন্তু আমরা দ্ব্যার্থহীন ভাষায় বলতে চাই এসব ভয় ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না। এই ভোট চোর সরকারকে বিদায় না কওে আমরা ঘরে ফিরবো না। গতকাল তিনি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনাওে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোটে সাখাওয়াৎ হোসেন খানের সভাপতিত্বে এক বিশাল অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন। এই অবস্থান কর্মসূচিতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মীও উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্যসচিব এডভোটে আবু আল ইফসুফ থান টিপুর সঞ্চালনায় অন্যান্যেও মাঝে আরো বক্তব্য রাখেন, বেনজির আহম্মেদ টিটু, সরকার হুমায়ুন কবির, মনির হোসেন খান, আবু মোহাম্মদ রেজা রিপন, ডাক্তার মজিবুর রহমান, মাসুদ রানা, শাহিন আহম্মেদ, কাজী শাহেদ আহম্মেদ, নূর মোহাম্মদ পনেছ, নাজমুল রানা, আনোয়ার প্রধান, মমতাজ উদ্দিন মন্তু, মনিরুল ইসলাম সজল, মহিউদ্দিন শিশির প্রমুখ।
এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোটে সাখাওয়াৎ হোসেন খান বলেছেন, সরকার আমাদেও ভয় দেখাতে চায়। গতকাল রাতে জেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মুহম্মদ গিয়াস উদ্দিনের বাসা সহ অধিকাংশ নেতাকর্মীর বাড়িতে পুলিশ হানা দিয়েছে। কিন্তু পুলিশের এই হানাকে কেউ ভয় পায় না।
আজ পুলিশের সকল প্রকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপির নেতা কর্মীরা আজ সফল সমাবেশ করেছে। এডভোটে সাখাওয়াৎ হোসেন খান, আরো বলেন, আপরা প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেবো কিন্তু ,তারপরেও মাঠ ছাড়বো না।
এই ফ্যাসিস্ট সরকারকে তারেক রহমানের নেতৃত্বে বিদায় কওে তারপর ঘওে ফিরবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন দেশে এখন ৭৪ এর মতো দূর্ভিক্ষাবস্থা বিরাজ করছে। দ্রব্যমূল্যেও সীমাহীন উর্ধগতির কারনে বহু মানুষ এখন না খেয়ে থাকছে। দেশে উন্নয়নের নামে সরকার লুটপাটের রাম রাজত্ব কায়েম করেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে বাঁচার করছে। তাই এ দেশের মানুষ আর সরকারের এই জুলুম নির্যাতন কোনো মতেই মেনে নেবে না। আগামী রমজান তারকে রহমান দেশে এসে পালন করবেন ইনশাআল্লাহ।