• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

ইউক্রেনের পরমাণু স্থাপনার কাছাকাছি শক্তিশালী বোমা

আমারদেশ ডেস্ক: / ১৭ জন পড়েছেন
আপডেট সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

ইউক্রেনের পরমাণু স্থাপনার কাছাকাছি শক্তিশালী বোমা হামলার অভিযোগ উঠেছে।তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি নিছক গুজব।

জাতিসংঘ পরমাণু বিষয়ক পর্যবেক্ষকরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছেন, রুশ নিয়ন্ত্রিত জাপোরিজঝিয়ায় বিদ্যুৎ কেন্দ্রের কাছে এবং প্লানের কাছে নিরাপত্তা এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে।

আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির এই তথ্য অস্বীকার করেছে রাশিয়া। তারা বলেন, মস্কো সব সময়ই পরমাণু নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে আসছে।

জাপোরিজঝিয়ার বিদ্যুৎকেন্দ্রটি রুশ বাহিনী মার্চের শুরুর দিকে দখলে নিয়েছে। বিদ্যুৎকেন্দ্রের আশপাশে হামলার জন্য রাশিয়া-ইউক্রেন একে অন্যকে দায়ী করে আসছে।

আইইএর প্রধান গ্রোসি গত সপ্তাহে ইউক্রেন সফর করেছেন। তিনি বলেছে, বিদ্যুৎকেন্দ্রটির পাশে প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটছে।

তিনি বলেন, গতকাল সকাল ১০টার দিকে আটটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। তবে রাশিয়ার পরমাণু কেন্দ্র বাস্তবায়নকারী কোম্পানীর প্রধান রিনেট কারচা দাবি করেছেন যে, গ্রোসির মন্তব্য সঠিক নয়।

তথ্যসূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর

নিউজ আর্কাইভ