নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণের পর শ্বাসরোধে শিশুকে হত্যার ঘটনায় নাজিম উদ্দিন নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।
এই মামলায় আদালত ইলিয়াছ ও শাহ আলম নামে দুইজনকে বেকসুর খালাস প্রদান করেছে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নাজিম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন না।
তিনি দীর্ঘদিন যাবত পলাতক রয়েছেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো: আসাদুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৬ সালের ১৩ জানুয়ারি রূপগঞ্জ উপজেলার বিরাব বাজার এলাকার ১০ বছর ব্যসের এক মেয়ে শিশু তার পরনের তৈরিকৃত জামা আনার জন্য টেইলার্সের দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয়।
পরদিন ১৪ জানুয়ারি বিকেলে ওই এলাকার একটি বাঁশঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় নিহত শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ২১জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত একজনের মৃত্যুদণ্ড ও দুইজনকে খালাস প্রদান করে।
মামলার বাদী নিহতের মা রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, তিনি ন্যায়বিচার পান নি। আসামিদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বলে নানান তিনি।